আইইএলটিএস টেস্ট ভেন্যু নির্বাচন করার উপর আপনার আইইএলটিএস টেস্ট ভালো হবে না মন্দ হবে তা খুব বেশী নির্ভর করে না। ভেন্যু বাছাইয়ের পুরো ব্যাপারটাই ম্যাটেরিয়াল এবং সাইকোলজিক্যাল। তা সত্ত্বেও, বাংলাদেশের কোথায় কোথায় আইইএলটিএস টেস্ট দেয়া যায় এবং কোথায় দেয়া হলে ভালো, তা এই পোস্টে আপনাদের সাথে শেয়ার করা হবে।